পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করবেন না-প্রকাশ জভেদকার
ভারতের বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছে পশ্চিমবঙ্গকে আরেকটি বাংলাদেশ বানাচ্ছেন মমতা ব্যানার্জি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জভেদকার। রাম নবমীর র্যালিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সহিংস সংঘাতের প্রেক্ষিতে তিনি এ অভিযোগ করেন।
এ ঘটনার পর মমতা ব্যানার্জিকে সতর্ক করে বিশ্ব হিন্দু পরিষদ বলেছে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করবেন না। একইসঙ্গে বিজেপি নেতারা মমতার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, রাজ্য সরকারের মদদে হিন্দুদের ওপর হামলা হয়েছে।
মমতাকে টার্গেট করে বক্তব্য রাখছেন ভারতের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতারা। তারা বলছেন, যখন পশ্চিমবঙ্গ জ্বলছে, তখন দিল্লিতে বলে রাজনীতির তৃতীয় ফ্রন্ট করছেন মমতা।