বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়ের নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা, যুবক আটক

ভোরের সংলাপ ডট কম :
জানুয়ারি ১০, ২০১৮
news-image

প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গাড়িচালক পরিচয়ে খাসজমি বন্দোবস্ত নেওয়ার চেষ্টাকালে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার বিকেলে গাজীপুর জেলা রাজস্ব কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটককৃত ওই যুবকের নাম আব্দুল আজিজ (৪৫)। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ থানায় বলে গাজীপুর জেলা রাজস্ব কার্যালয়ের কর্মকর্তাকে জানিয়েছে।

গাজীপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বুধবার বিকেল ৪টার দিকে আজিজ খাসজমি বন্দোবস্ত নিতে জেলা রাজস্ব অফিসে এসে কর্মচারীদের কাছে নিজেকে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গাড়িচালক পরিচয় দেয়। তার আচার-আচরণে সন্দেহ হলে যাচাই করে দেখা যায় ড্রাইভিং লাইসেন্সসহ সঙ্গের সব কাগজপত্র জাল। সে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব, গাজীপুরের আরডিসি ও তহশীলদারের জাল স্বাক্ষরিত কাগজপত্র তৈরি করেছে। পরে তাকে আটক করে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

bhorersanglap