শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএনসিসির মেয়র পদ শূন্য ঘোষণা

ভোরের সংলাপ ডট কম :
ডিসেম্বর ৪, ২০১৭
news-image

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা আসে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম গণামাধ্যমকে জানান, আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করে বিজি প্রেসে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে আদেশটি গেজেট আকারে প্রকাশ হবে।

এর আগে রোববার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, পদ শূন্য ঘোষণার তিন মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন। শনিবার রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। গত আড়াই বছর সময়ে বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন ব্যবসা থেকে রাজনীতিতে আসা একসময়কার টেলিভিশন ব্যক্তিত্ব।

bhorersanglap

আরও পড়তে পারেন