শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ঢাকার উত্তরে উপনির্বাচন

ভোরের সংলাপ ডট কম :
ডিসেম্বর ৩, ২০১৭
news-image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জানালেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ।
আজ রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হেলাল উদ্দিন আহমেদ বলেন, আসন শূন্য ঘোষণার বিষয়টি মন্ত্রণালয়ের বিষয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসন শূন্য ঘোষণা করে আমাদের চিঠি দিলেই নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, চার মাস আগে যুক্তরাজ্যে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এরপর প্রায় সাড়ে তিন মাস লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গেলো ৩০ নভেম্বর রাতে মৃত্যুবরণ করেন এ নগরপিতা।
গতকাল শনিবার তার দাফন সম্পন্ন হয়েছে।
চিকিৎসকরা জানান, ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তরের মেয়র পদটি শূন্য হয়েছে।

bhorersanglap

আরও পড়তে পারেন