শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে উড়বে মার্কিন যুদ্ধবিমান

ভোরের সংলাপ ডট কম :
সেপ্টেম্বর ৩, ২০১৭
news-image

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া যখন একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে ঠিক তখনই সামরিক ক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে যুক্তরাষ্ট্র। শব্দের চেয়েও পাঁচগুণ গতি বা এককথায় বুলেটের থেকেও দ্রুত উড়তে সক্ষম এমনই এক হাইপারসনিক জেট তৈরি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সংবাদসংস্থা সূত্রে খবর অনুযায়ী, ২০২৩ সাল নাগাদ ওই চালকবিহীন পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমানটি পরীক্ষামূলক উড়ানের জন্য তৈরি হবে। জানা গেছে, ২০১৩ সালে হওয়া পরীক্ষামূলক হাইপারসনিক যুদ্ধবিমান ‘এক্স-৫১এ ওয়েভরাইডার’ এর মডেলের ওপর ভিত্তি করেই তৈরি করা হবে যা বুলেটের থেকেও দ্রুত গতিতে যাবে বলে আশা বিজ্ঞানীদের।

খবরে প্রকাশ, দু’বছর আগের সেই পরীক্ষায় ওয়েভরাইডার ওড়ার ৬ মিনিটের মধ্যেই ম্যাক ৫.১ (ম্যাক হল শব্দের গতি) গতি তুলেছিল। অর্থাৎ শব্দের ৫ গুণ গতি তুলতে সমর্থ হয়েছিল ওই বিমান। পূর্ব-পরিকল্পনা অনুসারে, পরে সেটিকে প্রশান্ত মহাসাগরের ওপর ধ্বংস করে দেওয়া হয়।

এখন সেই প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে নতুন বিমানটি তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। এমনটাই আশা প্রকাশ করেছেন মার্কিন বায়ুসেনার মুখ্য ইঞ্জিনিয়ার মিকা এন্ডস্লে। এত উচ্চ গতি সম্পন্ন বিমানের কাঠামো কেমন হবে, এখন সেই নিয়ে গবেষণা করছে মার্কিন বিমানসেনা ও সে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা, সংক্ষেপে ডার্পা।

bhorersanglap

আরও পড়তে পারেন