শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে নায়করাজ

ভোরের সংলাপ ডট কম :
আগস্ট ২১, ২০১৭
news-image

নায়ক রাজ রাজ্জাক মারা গেছেন ( ইন্নানিল্লাহে…… রাজেউন) চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবর রাজ্জাকের পরিবারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেন। তাঁর মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা আছে।

তিনি বলেন, ভর্তি থাকা অবস্থায় আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ইউনাইটেড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। রাজ্জাক সাহেবের ছোট ছেলে সম্রাট আমাকে ফোন করে জানিয়েছে। আমরা ইউনাইটেড হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছি।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা রাজ্জাক ‘নায়করাজ’ হিসেবে নামে সুপরিচিত। ষাটের দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তরের দশকেও তাঁকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো।

রাজ্জাক পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় স্বরসতী পূজা চলাকালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাঁকে বেছে নেন নায়ক অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়ক রাজের অভিনয়ে সম্পৃক্ততা।

১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব। অর্জন করেন একাধিক সম্মাননা। এছাড়াও, রাজ্জাক জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন।

bhorersanglap

আরও পড়তে পারেন