ফের তুফান ও রুমকি রিমান্ডে
বগুড়ায় ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের মামলায় বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার ও তার শ্যালিকা পৌর কাউন্সিলর মারজিয়া হাসান রুমকির আবারও দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব এ রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় তুফানের তৃতীয় দফা ও রুমকির প্রথম দফা রিমান্ড।
তদন্তকারী কর্মকর্তা ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালতে দুই দিন করে মঞ্জুর করেন। এছাড়া তুফানের সহযোগী মুন্না একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় (ধর্ষণ) তুফান, রুমকি ও মুন্নাকে আদালতে হাজির করা হয়। মুন্না আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তুফান ও রুমকিকে দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে মুন্নাকে জেলে পাঠানো হয়েছে।