বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে পাহাড় ধসে মা ও দুই মেয়েসহ নিহত ৫

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ২১, ২০১৭
news-image

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড় ধসে মা ও দুই মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল  ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, জঙ্গল ছলিমপুরের পাহাড়ে নিচে বসবাসকারী রফিকুলের বসত ঘরের উপর শুক্রবার ভোরে পাহাড় ধসে পড়ে। এতে মোহাম্মদ রফিক উদ্দিনের স্ত্রী বিবি ফাতেমা (৩৫) ও তার ছেলে ইউনুছ (৭), একই এলাকার কামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (২৫), তার শিশুকন্যা লামিয়া আক্তার (৭) ও সামিয়া আক্তার (২) মারা যান। টানা বৃষ্টির কারণে পাহাড়ে মাটি নরম হয়ে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুস সাত্তার মণ্ডল জানান, পাহাড় ধসে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মালামাল উদ্ধার করা হচ্ছে।

পতেঙ্গার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুইদিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায়  সীতাকুণ্ড উপজেলায় ৩৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা সারাদেশে সর্বোচ্চ।

এদিকে পাহাড় ধসে পড়ার পর সকালে জঙ্গল ছলিমপুরে বসবাসকারী লোকজনকে সরিয়ে নিচ্ছে প্রশাসনের কর্মকর্তারা।

bhorersanglap