শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবাকে আশ্বস্ত করেছেন তাসকিন!

ভোরের সংলাপ ডট কম :
জুন ১৫, ২০১৭
news-image

বাবার সঙ্গে তাসকিন‘আমরা যদি আমাদের সেরা খেলার মধ্যে থাকি, তখন যদি ওরা (ভারত) ৫০০ রানও করে তবুও আমাদের হারাতে পারবে না!’- কথাগুলো তাসকিন তার বাবা আব্দুর রশিদকে এভাবেই বলেছিলেন বুধবার। তাসকিনের এই কথা থেকেই বোঝা যায় ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশ।

এজবাস্টনে আজ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে কিউইদের বিপক্ষে খেলা একাদশের চার পেসারকে নিয়েই মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশি পেস আক্রমণের অতীত ইতিহাসও বেশ উজ্জ্বল। ভারতের বিপক্ষে ২০০৪ সালে প্রথম ওয়ানডে জয়ের পর থেকে দলে থাকা কোনও না কোনও পেসার তাদের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছেই।

গত তিন বছরে তাসকিন যোগ হওয়ার পর পেস আক্রমণের ধারটা আরও বেড়েছে। এই ভারতের বিপক্ষেই তাসকিন ৫ উইকেট নিয়ে অভিষেকটা উজ্জ্বল করেছিলেন। সবমিলিয়ে ৪৩ উইকেট নেওয়ার তাসকিন ভারতের বিপক্ষে নিয়েছেন ১২টি উইকেট। ঘরের মাঠে শেষ ম্যাচটি বাদে বাকি চারটি ম্যাচেই ব্যাটসম্যানদের উপর প্রভাব বিস্তার করতে পেরেছেন তাসকিন।

এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত তাসকিন দেশ ছাড়ার আগেই জানিয়েছিলেন সেমিফাইনাল খেলবে দল। তার কথা ফলে যাওয়ায় যারপনাই খুশি তিনি। এখন লক্ষ্য সেমিফাইনালে সুযোগ পেলে ম্যাচ জয়ী কোনও স্পেল করা, ‘ম্যাচ জয়ী কোনও স্পেল করতে চাই। সেমিফাইনালে সুযোগ পেলে এমন কিছু করতে চাই, যাতে আমার বোলিংয়ের কল্যাণেই দল জিততে পারে।’

তাসকিনের বাবা-মা বড় আয়োজন করেই ছেলের খেলা উপভোগ করে থাকেন। ঢাকায় ম্যাচ হলে বেশির ভাগ ম্যাচেই গ্যালারিতে থাকেন তরুণ এই পেসারের বাবা মা। আজকের খেলা দেখা নিয়ে বাসায় আযোজন করবেন বলে জানিয়েছেন আব্দুর রশিদ। পরিবাবের সদস্যরা সবাই মিলেই একসঙ্গে খেলা দেখবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তিনি, ‘রোজা চলছে। নয়তো আরও আয়োজন করে খেলা দেখতাম। এখন পরিবারের সদস্যরা একসঙ্গে মিলে খেলা দেখব। খেলার কারণে ইফতার বাইরে থেকে কিনে আনার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের খেলা বিন্দুমাত্র মিস করতে চাই না। কাল সব কাজ কর্ম বন্ধ।’

ছেলের সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেছেন, ‘তাসকিন বলেছে তারা অনেক অনুশীলন করছে। তাদের স্বাভাবিক খেলা খেলতে পারলেই ম্যাচ জিততে পারবে। ভয় পাচ্ছে না ওরা। সবাই চেষ্টা করছে।’ তাসকিনের কথায় বেশ আশ্বস্তবোধ করছেন রশিদ, ‘সে বলেছে- নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যেভাবে জ্বলে উঠছিলাম সেভাবে জ্বলে উঠতে পারলে এই ম্যাচ আমরা জিতবই। ওরা ৫০০ রান করুক তবু হারব না!’

bhorersanglap

আরও পড়তে পারেন