শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্ণাঙ্গ সেবা দিতে পারছে না আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

ভোরের সংলাপ ডট কম :
জুন ১১, ২০১৭
news-image

ডেস্ক রিপোর্ট: সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, নৌবন্দর ও সাইলোর মতো রাষ্ট্রীয় বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়। এ উপজেলায় প্রায় দুই লাখ মানুষের বসবাস। বিশাল এ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় নিয়োজিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল আর যন্ত্রপাতির অভাবে পূর্ণাঙ্গ সেবা পাচ্ছেন না রোগীরা। বিপুল অর্থ ব্যয় করে সরকারের নির্মিত এই স্বাস্থ্য কমপ্লেক্সটির আপাতত স্বল্প পরিসরে বহির্বিভাগ চালু রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ২০১৪ সালে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে ৫ একর জমির উপর নির্মাণ করা হয় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই গেল বছরের নভেম্বর মাসের শেষ দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বহির্বিভাগ চালু করা হয়।

তবে ৬ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অন্তর্বিভাগ চালু না হওয়ায় পূর্ণাঙ্গ সেবা দিতে পারছে না স্বাস্থ্য কমপ্লেক্সটি। প্রয়োজনীয় জনবল, আসবাবপত্র আর যন্ত্রপাতির অভাবেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর ফলে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিকিৎসা সেবা নিতে আশুগঞ্জ উপজেলার রোগীদের আসতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে। অনেক সময় তাদের যেতে হচ্ছে নরসিংদী কিংবা ঢাকায়। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা।

স্থানীয়রা জানান, আমাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য কমপ্লেক্সটি তৈরি করা হলেও আমরা এখান থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না। চিকিৎসা সেবার জন্য আমাদের যেতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর অথবা নরসিংদী ও ঢাকায়। দ্রুত সময়ের মধ্যে জনবল ও যন্ত্রপাতি সংকট সমাধান করে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চালুর দাবি জানান তারা।

এ ব্যাপারে জানতে চাইলে জেলার সিভিল সার্জন ডা. নীতিশ নন্দী মজুমদার বলেন, অচিরেই আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি উদ্বোধন করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চলু করা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। তবে আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।
সূত্র: জাগো নিউজ

bhorersanglap