মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১০০০ কোটি রুপির ‘মহাভারত’ ছবিতে মোদির সমর্থন

ভোরের সংলাপ ডট কম :
জুন ৬, ২০১৭
news-image

বিনোদন ডেস্ক: নরেন্দ্র মোদি ও মোহনলালএক হাজার কোটি রুপি বাজেটের সিনেমা ‘মহাভারত’ নিয়ে বিতর্কের মাঝে নির্মাতাদের পাশে এসে দাঁড়ালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক চিঠির মাধ্যম নির্মাতাদের তিনি জানান, এই ছবির জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ছবিটি দেশকে গর্বিত করবে।

এমটি বাসুদেবের বই রান্দমুজামের ওপর ভিত্তি করে নির্মিতব্য ছবিটিতে অভিনয় করছেন মালায়ম মহাতারকা মোহনলাল। কিন্তু মুক্তির আগে নাম নিয়ে বিতর্কে পড়ে চলচ্চিত্রটি। কেরালা হিন্দু ঐক্য বেদি ঘোষণা দেয় যে নাম পরিবর্তন না করলে এই ছবি মুক্তি দেওয়া হবে না। এই সময় মোদির এই চিঠি নিশ্চিতভাবেই নির্মাতাদের জন্য স্বস্তির।

নির্মাতারা জানান, মোদির সঙ্গে তারা দেখা করতে চেয়েছিলেন এবং অনুমতি পেয়েছেন। কেরালার হিন্দু সংগঠনটির প্রধান কেপি স্বাক্ষীলা বলেন, ‘আমরা খুশি অনেক বড় বাজেটের একটি ছবি নির্মিত হচ্ছে। কিন্তু মহাভারতের কাহিনি অনুসরণ করলেই শুধু এই নাম ব্যবহার করা উচিত। এটা রান্দামুজামের ওপর ভিত্তি করে তৈরি হলে সেটাই নাম হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘‘ড্যান ব্রাউনের ‘দ্য ভিঞ্চি কোড’ বাইবেলের আরেকটি রূপ। কিন্তু ছবির নাম বাইবেল রাখা হয়নি।’’

জানা গেছে সামনের বছর ছবিটির শুটিং শুরু হবে। দুই পর্বে নির্মিত হতে যাওয়া ছবিটির প্রথম অংশ মুক্তি পাবে ২০২০ সালে।
সূত্র: বাংলা ট্রিবিউন

bhorersanglap

আরও পড়তে পারেন