বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাংকে আমানতের ওপর কর আগেই ছিল, আমি একটু বাড়িয়েছি: অর্থমন্ত্রী

ভোরের সংলাপ ডট কম :
জুন ৬, ২০১৭
news-image

ডেস্ক রিপোর্ট:ব্যাংকে আমানতের ওপর কর বহুকাল আগে থেকেই রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘ব্যাংকে আমানতের ওপর কর ধার্য নতুন কিছু নয়। এটা আগে থেকেই ছিল। আমি করের হারটা একটু খানি বাড়িয়েছি।’

২০১৬-১৭ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

দেশ থেকে অর্থ পাচারে আগামী মাস থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘অর্থ পাচার যেটা হয় সেটা বেআইনি। সেটা রুদ্ধ করার সুযোগ নেই। তবে যেটা আমরা করতে পারি, তা হচ্ছে পাচারের সুযোগ কমানো। এর অর্থ হচ্ছে কালো টাকা দেশে যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া। আমরা এ বিষয়ে কিছু ব্যবস্থা নিচ্ছি। আগামী মাসের মধ্যেই এটা দেখা যাবে।’

তিনি বলেন, ‘আমি গত কয়েক বছর কালো টাকা সাদা করতে কোনও প্রস্তাব নিচ্ছি না। নিয়মিতভাবে কালো টাকা সাদা করার ব্যবস্থা প্রচলিত আইনে রয়েছে। এক্ষেত্রে স্থায়ী জরিমানা দিতে হয়। তা বহাল রয়েছে। গত দুই বছর ধরে কালো টাকা সাদা করার সুযোগ নষ্ট করে দেওয়া হয়েছে। তখন থেকেই এ ব্যবস্থা চলছে। এটা অব্যহত থাকবে। অবশ্য এক্ষেত্রে বড় আকারের জরিমানা রয়েছে। ২০ শতাংশ জরিমানা দিতে হয়।’

সঞ্চয়পত্রের সুদের হার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগেই বলেছি সঞ্চয়পত্রের সুদের হার কিছুটা কমানো হবে। সাধারণত সঞ্চয়পত্রের সুদের হার বাজারের সুদের হারের থেকে একটু বেশি রাখা হয়। তবে খুব বেশি রাখা ‍উচিত নয়। আমাদের সামগ্রিক একটি হিসাব হলো যে, মার্কেট ইন্টারেস্ট রেটের থেকে কমপক্ষে দুই শতাংশ বা তার বেশি রাখা দরকার। সেই অনুযায়ী, এই রেট নির্ধারণ করা হবে। তবে এজন্য একটু সময় লাগবে।’

রেমিটেন্স প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার রেমিটেন্স কিছুটা কমেছে। তবে রেমিটেন্স কমার বিষয়টি বাংলাদেশের একার বিষয় নয়। এটা আন্তর্তজাতিক বিষয়। আফ্রিকার কয়েকটি দেশ ছাড়া প্রত্যোকটি দেশেরই রেমিটেন্স কমেছে। রেমিটেন্স কমার যথেষ্ট কারণও রয়েছে। রেমিটারদের অনেকেই এখন বিদেশে বাসস্থান গড়ছেন। তারা বিদেশের নাগরিক হওয়ার সুযোগ পাচ্ছেন। এজন্য সেখানে তারা যথেষ্ট সম্পদ রাখেন। আমরা যেটা বুঝতে পারছি তা হচ্ছে আমাদের রেমিটেন্স খুব একটা কমেনি। বেসরকারি সূত্রে রেমিটেন্স একটু বেড়ে গেছে।’

আগামী অর্থবছরের বাজেট সম্পর্কে মুহতি বলেন, ‘এবারের বাজেট অত্যন্ত ভালো বাজেট। আমার ৮৪ বছরের যে অভিজ্ঞতা, কর্মদক্ষতা বা ব্যর্থতা সব কিছু নিয়েই তৈরি করেছি। সম্পূরক বাজেটে সেরকম কৃতিত্ব দাবি করি নাই।
সূত্র:বাংলা ট্রিবিউন

bhorersanglap