শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাংকিং লেনদেন সম্প্রসারণ করছে ইরান ও জাপান

ভোরের সংলাপ ডট কম :
মে ১৫, ২০১৭
news-image

ইরান ও জাপানের কয়েকটি ব্যাংক অন্তত ১০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ আদান প্রদানে সম্মত হয়েছে। এ ধরনের ঋণ আদান প্রদানে সহযোগিতা করবে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট। জাপানের এ ইনস্টিটিউটটি সার্বিকভাবে ঋণ বিতরণ ও বাস্তবায়নের বিষয়টি তদারকি করবে।

 

 

 
একই সঙ্গে জাপানের ৩টি ব্যাংক ব্যাংক অব টোকিও-মিৎসুবিসি ইউএফজে, সুমিটোমো মিটসু ও মিজুহো ব্যাংক ইরানের ব্যাংকগুলোর সঙ্গে ট্রেলিগ্রাফিক ট্রান্সফার বা লেনদেন কার্যকর শুরু করতে যাচ্ছে। এধরনের লেনদেন শুরু হলে দুদেশের আমদানি ও রফতানিকারকরা এলসি খুলতে পারবেন সহজেই। জাপানের মুদ্রা ইয়েনের মাধ্যমে এধরনের লেনদেন হবে। জাপানে ইরানের রফতানি ও একই সঙ্গে ইরান থেকে জাপানের অপরিশোধিত তেল আমদানি ১৩০ ভাগ বৃদ্ধি পাওয়ায় দুদেশের ব্যাংকিং চ্যানেলে লেনদেনের গতি আরো ত্বরান্বিত করা হচ্ছে।

 

 

 

 
বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, এধরনের সিদ্ধান্ত লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি হ্রাস করবে। ফিনান্সিয়াল ট্রিবিউন

bhorersanglap

আরও পড়তে পারেন