বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আল্লাহর রহমত কামনায় যে দোয়া পড়বেন

ভোরের সংলাপ ডট কম :
মে ১৪, ২০১৭
news-image

আল্লাহ তাআলা রহমত পাইতে হলে আল্লাহ কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, আমাকে ডাকো বা আমার কাছে চাও। আমি তোমার ডাকে সাড়া দিবো বা তোমার চাহিদা পূরণ করবো। এভাবেই আল্লাহ তাআলা বান্দাকে তাঁর নিকট সাহায্য প্রার্থনার জন্য উৎসাহিত করেছেন।

আছহাফে কাহাফের ঘটনাই তার প্রমাণ। অত্যাচারী বাদশার আক্রমণ থেকে বাঁচতে দেশ ছেড়ে পলায়নকারী আল্লাহ বান্দারা পাহাড়ের গুহায় অবস্থান নেয়। তখন তারা তাদের উপর কর্তব্য কাজ যেন সঠিকভাবে পালন করতে পারেন, সে জন্য আল্লাহর নিকট দোয়া করেছিলেন।

উচ্চারণ : রাব্বানা- আ-তিনা মিল্লা দুংকা রাহমাতাওঁ ওয়া হাইয়্যিই লানা- মিন আমরিনা- রাশাদা। (সুরা কাহাফ : আয়াত ১০)

অর্থ : হে আমাদের প্রভু! আমাদেরকে আপনার নিকট থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পূর্ণ করার তাওফিক দান করুন।

সুতরাং মুসলিম বান্দার উচিত, ঘরে-বাইরে, অফিস-আদালতে, ব্যবসা-বাণিজ্যে, দেশে-প্রবাসে যে যেখানেই থাকুক, নিজ নিজ কর্ম সুন্দরভাবে সম্পাদনের জন্য এ দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা।

আল্লাহ তাআলা সবাইকে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট সাহায্য লাভ করার তাওফিক দান করুন। আমিন।

bhorersanglap

আরও পড়তে পারেন