মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিটিভিতে বুড়া-থুড়া মহিলাদের দিয়ে সংবাদ পাঠ করানো হচ্ছে

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ১২, ২০১৯
news-image

জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মজিবুল হক চুন্নু বিটিভির সংবাদ উপস্থাপিকাদের বুড়া-থুড়া মহিলা বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সংসদে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন (সংশোধন) বিল ২০১৯ পাস হয়েছে। বিলের ওপর আলোচনা করতে গিয়ে জাপা সাংসদ এমন মন্তব্য করেন।

মজিবুল হক চুন্নু বলেন, এই বিল পাস হলে দেশে ভালো চলচ্চিত্র নির্মিত হবে, এমন নিশ্চয়তা কি মন্ত্রী দিতে পারবেন? বিটিভির অনুষ্ঠান ও সংবাদ পাঠিকার কাজ এমন সব লোককে দিয়ে করা হয়, যা অন্য চ্যানেলের তুলনায় মানসম্পন্ন নয়। বিটিভিতে চাকরি করেন এমন কর্মকর্তাদের আত্মীয়স্বজনদের দিয়ে এসব অনুষ্ঠান করানো হয়। সংবাদ পড়ানোর জন্য বুড়া-থুড়া মহিলাদের দিয়ে কাজ চালানো হয়।

তবে এমন মন্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বয়স বেশি না কম; এটা কোনো কাজের মানদণ্ড হতে পারে না। কম বয়সী হলেই পারফরম্যান্স ভালো হবে, এমন কোনো কথা নেই।

পরে তার এমন অশোভন বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য স্পিকারের কাছে আবেদন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

এ ছাড়া জাপা সাংসদ পীর ফজলুর রহমান বলেন, তথ্যমন্ত্রী যতটা স্মার্ট, বিটিভি ততটাই আনস্মার্ট। বিটিভির মান মোটেই ভালো না। যেখানে অন্য চ্যানেল দেখা যায় না; সেখানের মানুষই শুধু বিটিভি দেখে।

bhorersanglap

আরও পড়তে পারেন