শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্তমান প্রেমিকার সামনে সাবেক প্রেমিকার জন্মদিন উপযাপন করলেন সালমান খান

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ১২, ২০১৯
news-image

বলিউড তারকা সালমান খান নিজের বাড়িতেই ধুমধাম করে উদযাপন করলেন প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির জন্মদিন। সেই পার্টিতে ভাইজানের সঙ্গে হুল্লোড়ে মাততে দেখা গেল বর্তমান প্রেমিকা ইউলিয়া ভান্তুরকেও! মঙ্গলবার সঙ্গীতার জন্মদিনে বলিউডের বহু তারকা হাজির ছিলেন সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। সঙ্গীতা-সালমানের সঙ্গে পার্টিতে মাতেন ইউলিয়াও। এছাড়াও দেখা গেছে, সাজিদ আর ওয়ার্দা নাদিয়াওয়ালাকে। এসেছিলেন সস্ত্রীক মণীশ বহেলও। মনীশের স্ত্রী আরতি সালমানের অনেকদিনের বন্ধু।

সালমান খানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির প্রথম ছবি ‘ত্রিদেব’। আর সালমানের সঙ্গে মণীশের প্রথম ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। তারপরে ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’-তেও এই জুটি জনপ্রিয় হয়েছিলেন।

২০১৬ সালে বোন অর্পিতা খানের বেবি শাওয়ারে গিয়েছিলেন সালমান খান। সেখানেও তার সঙ্গে দেখা গিয়েছিল সঙ্গীতা বিজলানিকে। ২০১৫ সালে কৃষ্ণসার হরিণ হ*ত্যা মামলায় জামিন পাওয়ার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সবার আগে পৌঁছেছিলেন সঙ্গীতা বিজলানি।

bhorersanglap

আরও পড়তে পারেন