শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদিতে ঘুমের মধ্যে মারা গেলেন ভৈরবের জাকির

ভোরের সংলাপ ডট কম :
মে ৮, ২০১৭

সালাউদ্দিন সোহেল, সৌদি আরবঃ
কিশোরগঞ্জ ভৈরব থানার লনদিয়া গ্রামের গুল মাহমুদের ছেলে মোঃ জাকির হোসেন (৩৫) ভাগ্য পরিবর্তনের জন্য গত ২৪ এপ্রিল পাড়ি দেন সৌদি আরবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মৃত্যুর কাছে হার মেনে পরিবার পরিজনের সব স্বপ্ন ভেঙে পরকালে চলে যান জাকির। জাকিরের চাচাত ভাই হাসান জানায়, জায়গা জমি বিক্রি করে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য গত ২৪ এপ্রিল জাকির সৌদি আসেন,কিন্তু গত ৪ মে নিজ কক্ষে ঘুমের মধ্যে সে মৃত্যুবরণ করেন। পরদিন সকালে তার এ অবস্থা দেখে কপিলকে জানিয়ে পুলিশকে ফোন করলে পুলিশ জাকিরের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে তার যাবতীয় কাগজ প্রসেসিং করে ৮ এপ্রিল রিয়াদের আলরাজি মসজিদে জানাযা শেষে নাসিম কবরস্থানে তাকে দাফন করা হয়। জাকিরের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর সময় জাকির ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

bhorersanglap

আরও পড়তে পারেন