সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্রিকেটের সুদিন ফেরাতে কিংবদন্তি লারাকে দায়িত্ব দিলো ক্যারিবীয়রা

ভোরের সংলাপ ডট কম :
জানুয়ারি ২৮, ২০২৩
news-image

স্বদেশি কিংবদন্তি ব্রায়ান লারাকে বড় দায়িত্ব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। সব ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেট দল এবং বোর্ডের একাডেমির সঙ্গে কাজ করবেন তিনি। পদের নাম ‘পারফরম্যান্স মেন্টর’।

লারা মূলত দলের হেড কোচদের সাহায্য করবেন। খেলোয়াড়দের প্রয়োজনীয় পরামর্শ এবং তাদের খেলা উন্নত করতে যা দরকার, সেসব বিষয়ে সহযোগিতা করবেন এই ব্যাটিং কিংবদন্তি। এছাড়া বিশ্বকাপের কৌশলগত পরিকল্পনা নির্ধারণে ক্রিকেট পরিচালকের সঙ্গে কাজ করবেন লারা। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে সময়টা একদমই ভালো কাটছে না। সর্বশেস গত মাসে তারা অস্ট্রেলিয়ায় ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে এসেছে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে দুইবারের চ্যাম্পিয়নরা।

ব্যর্থতার দায় কাঁধে নিয়ে গত নভেম্বরে পদত্যাগ করেন সাদা বলের অধিনায়ক নিকোলাস পুরান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে যে রিভিউ প্যানেল গঠন করা হয়েছিল, সেখানেও ছিলেন লারা। এখন তিনি সরাসরিই কাজ করবেন।

bhorersanglap

আরও পড়তে পারেন