শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দু-চার দিনের মধ্যেই করোনার ভ্যাকসিন আনার চুক্তি

ভোরের সংলাপ ডট কম :
অক্টোবর ৩১, ২০২০
news-image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সবসময়ই যোগাযোগ রাখছে সরকার।  ভ্যাকসিন আনার ব্যাপারে দু-চার দিনের মধ্যেই চুক্তি হবে।শনিবার (৩১ অক্টোবর) দুপু‌রে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে মন্ত্রী এ কথা জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সেক্রেটারি ইসরাফিল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ। পরে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে শীতের সময় করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।তিনি বলেন, বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়ে গেছে।  যারা ভ্যাকসিন (টিকা) তৈরি করছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি।  দুই-চার দিনের মধ্যেই একটি চুক্তি হবে ভ্যাকসিন আনার ব্যাপারে।তিনি বলেন, দেশ থেকে এখনও করোনা চলে যায়নি। আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। তুলনামূলকভাবে করোনায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। আমেরিকাতে সোয়া দুই লাখ লোক মারা গেছে। যদিও আমাদের একটি মৃত্যুও কাম্য নয়। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি।  স্বাস্থ্যবিধি মেনে চলছি বিধায় আমরা ভালো আছি।  আর কিছুদিন ধৈর্য্য ধরতে হবে।সরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া গেলে সেবা না দেওয়ার সিদ্ধান্তের কথাও এসময় স্মরণ করিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী।

bhorersanglap