বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

ভোরের সংলাপ ডট কম :
সেপ্টেম্বর ২০, ২০২০
news-image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার ভোর ৬টা থেকে আজ রবিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ১ হাজার ৯৩৬ পিস ইয়াবা, ১৬৯ গ্রাম হেরোইন, ১ কেজি ৯০ গ্রাম গাঁজা ও ৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

bhorersanglap