বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কোথায় পাবেন ক্যান্সারের টিকা?

ভোরের সংলাপ ডট কম :
মার্চ ২, ২০১৮
news-image

মরণব্যাধি ক্যান্সার সবার আতঙ্ক। ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য কেমোথেরাপি কিংবা রেডিয়েশন পদ্ধতি অনেক কষ্টকর। তবে আশার কথা হচ্ছে- এবার ক্যান্সার নির্মূল করতে আবিষ্কার করা হয়েছে টিকা। যুগান্তকারী এ সাফল্য পেয়েছেন কিউবার বিজ্ঞানীরা।

জানা যায়, কিউবার কয়েকজন বিজ্ঞানী এই টিকা আবিষ্কার করেছেন। যা চার হাজার মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে। ফলে তারা ক্যান্সারকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এমনই দাবি করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানান, মূলত ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এ টিকার মাধ্যমে দ্রুত সেরে উঠবে। তবে ক্যান্সারের প্রথম ধাপে এ টিকা বিশেষ কার্যকর। কিন্তু এ টিকার দাম কত? বিজ্ঞানীরা জানান, এ টিকা মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে।

কিউবায় আবিষ্কৃত এ টিকা সে দেশের মানুষের মধ্যে বিনামূল্যে দেওয়া হয়। কিউবার মেডিকেল সার্ভিসেসে যোগাযোগ করেও সংগ্রহ করতে পারবেন। এছাড়া প্যারাগুয়ে, কলোম্বিয়ায়ও ক্যান্সারের টিকা পাওয়া যায়। এমনকি ন্যাশানাল সেন্টার ফর হেলথেও এ ভ্যাকসিন পাওয়া যায়। সেজন্য www.inor.sld.cu ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।

bhorersanglap

আরও পড়তে পারেন