শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাংক লেনদেনের সময় বাড়ল

ভোরের সংলাপ ডট কম :
এপ্রিল ২, ২০২০
news-image

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির বর্ধিত দিনে ব্যাংক লেনদেনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক।

দ্বিতীয় ধাপের সাধারণ ছুটির দিনগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কাজ সম্পন্নের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উল্লেখিত সময়ে গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন।

প্রথম দফা সাধারণ ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত লেনদেন এবং পরবর্তী কাজ সম্পন্নের জন্য দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল।

bhorersanglap

আরও পড়তে পারেন