শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইমরান খানের তহবিলে ২০ লাখ রুপি দিলেন দুই ওয়াসিম

ভোরের সংলাপ ডট কম :
এপ্রিল ২, ২০২০
news-image

করোনাভাইরাস মোকাবেলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ত্রাণ তহবিলে ২০ লাখ রুপি দিয়েছেন দুই ক্রিকেটার। তারা হলেন- সাবেক পাক সুইং মাস্টার ওয়াসিম আকরাম এবং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

এর আগে গেল সোমবার প্রধানমন্ত্রীর তহবিলে ১০ লাখ রুপি দিয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলি। আর গেল সপ্তাহে ৫০ লাখ রুপি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর সঙ্গে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের কাছ থেকে এ অর্থ সংগ্রহ করা হবে।

করোনা দুর্যোগকালে দেশের মানুষকে সর্বোচ্চ সহায়তার লক্ষ্যে তহবিল গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইতিমধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ (উন্মুক্ত) করেছে তার সরকার। এর মাধ্যমে দেশ-বিদেশে (বিশ্বের আনাচে-কানাচে) থাকা প্রতিটি পাকিস্তানি নাগরিক অর্থ পাঠাতে পারবেন।

প্রসঙ্গত করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত প্রায় ৯ লাখ ৩৬ হাজার। সুস্থ হয়েছেন প্রায় ২ লাখ। আর প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ হাজার। চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্সের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী বিশ্বের দেশগুলো তা মোকাবেলায় হিমশিম খাচ্ছে।

bhorersanglap

আরও পড়তে পারেন