মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুর্হুমুহু বোমায় প্রকম্পিত ব্যাংকক শহর

ভোরের সংলাপ ডট কম :
আগস্ট ২, ২০১৯
news-image

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগষ্ট) শহরের অন্তত ছয়টি স্থানে একযোগে এ হামলা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ব্যাংককের মোট ছয়টি যায়গায় বোমা হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে, চায়েং ওয়াত্তানা গভ. কমপ্লেক্স, রামা আইএক্স রোড, প্রশাসনিক আদালত, বিটিএস চোং নোনসি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রাতুনাম।

বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

সুয়ানলুয়াং জেলার সাংসদ রেনু সুয়েসাত্তায়া বলেন, বিস্ফোরণে সুয়ানলুয়াংয়ে তিনজন আহত হয়েছে। প্রথম বিস্ফোরণ ওই এলাকায়ই ঘটে।

পুলিশের মুখপাত্র ক্রিসানা পাত্তানাচারোয়েন জানিয়েছেন, বিস্ফোরণের কারণ বের করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

bhorersanglap