বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রেফতার হলেন ম্যারাডোনা

ভোরের সংলাপ ডট কম :
মে ২৪, ২০১৯
news-image

আর্জেন্টিনার হয়ে ‘১৯৮৬’র বিশ্বকাপের মহাতারকা দিয়াগো ম্যারাডোনাকে গ্রেফতার করা হয়েছে। সাবেক বান্ধবী রোকিও অলিভিয়ার করা এক মামলায় বৃহস্পতিবার (২৩ মে) তাকে গ্রেফতার করেছে আর্জেন্টিনার পুলিশ। তবে গ্রেফতার করা হলেও কারাগারে নেওয়া হয়নি তাকে।

আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মেক্সিকো থেকে ফেরার পর দেশটির রাজধানী বুয়েন্স এইরেসে আটক করা হয় ম্যারাডোনাকে।

২০১২ সালে বান্ধবী অলিভারের সঙ্গে ম্যারাডোনার দেখা ও বন্ধন হয়। এরপর ৬ বছরের প্রেমের সমাপ্তি হয় গত ডিসেম্বরে। জানুয়ারিতে খেলাধুলা ভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছিলেন, সাবেক বান্ধবীর আইনি ও অর্থনৈতিক চাহিদায় বিরক্ত হয়েই সম্পর্ক ছেদ করেন।তিনি বলেন ‘লাভ ইস ডেথ’! এ কারণেই আদালতে ৬.৩ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দেন অলিভিয়া!

খেলা ছাড়ার পর থেকে স্বস্তিতে নেই তিনি। কিন্তু দিন আগেও ইনজুরিতে পড়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। এসব কিছু মাঝে নতুন করে আবার গ্রেফতার হলেন!

bhorersanglap