শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীতে ডিসেম্বরেই চলবে মেট্রোরেল

ভোরের সংলাপ ডট কম :
মে ১০, ২০১৯
news-image

দেশের প্রথম মেট্রোরেল সেবা আর কিছুদিনের মধ্যেই উপভোগ করতে পারবে রাজধানীবাসী। সবকিছু ঠিকমত পূর্ব ঘোষণা অনুসারে ২০১৯ সালের ডিসেম্বরেই বহুল প্রত্যাশিত রাজধানীবাসীর মেট্রোরেল ‘এমআরটি লাইন সিক্স’ বাস্তব রূপ পেতে শুরু করেছে।

উত্তরার দিয়াবাড়ি হতে পল্লবী হয়ে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪০ ভাগ। জুলাই মাসের পর শুরু হবে রেল লাইন বাসানোর কাজ।

সরেজমিন দেখা যায় মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া শেঁওড়াপাড়া হয়ে আগারগাঁও পর্যন্ত বিরামহীন কাজ চলছে। শুধু তাই নয়, সাড়ে তিন কিলোমিটার ভায়া-ডাক্টের সাথে সাথে এগিয়েছে চলছে নয়টি স্টেশন নিমার্ণের কাজও। জুলাই মাসে শুরু হবে রেললাইন ও বিদ্যুতের যন্ত্রপাতি স্থাপন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন ছিদ্দিক বলেন, কাজের গতি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। চলতি মাস পর্যন্ত এ অংশে কাজ এগিয়েছে ৪০ ভাগের ওপরে। যে জায়গাগুলোতে ভায়ালাইল হয়ে গেছে সে জায়গাগুলোতে রেললাইন বসানো শুরু হবে।

যথা সময়ে শুরু হওয়া ও বাধাহীনভাবে আটটি প্যাকেজে বিভক্ত প্রকল্পের কাজ এগিয়ে যাওয়ায়, সময়মতো প্রথম পর্যায়ে মেট্রো চালু করতে কোনো প্রতিবন্ধকতা দেখছেন না যোগাযোগ বিশেষজ্ঞরা।

৮ নম্বর প্যাকেজের আওতায়, জাপানোর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিৎসুবিশি রোলিং স্টক বা রেল কোচ ও ডিপোর নকশা চূড়ান্ত হয়ে নিমার্ণ কাজ চলছে। চলতি বছরের শেষে অন্তত ৪ সেট ট্রেন দিয়ে শুরু হচ্ছে প্রথম মেট্রোরেল যুগের।

bhorersanglap

আরও পড়তে পারেন