শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় ঐক্যের ঘোষণা দিতে এসেছি: কামাল

ভোরের সংলাপ ডট কম :
সেপ্টেম্বর ২২, ২০১৮
news-image

গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য পয়োজন বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার চেয়রিম্যান ড. কামাল হোসেন। তিনি বলেছেন, জাতীয় ঐক্যের সুস্পষ্ট ঘোষণা দেয়ার জন্য তিনি সমাবেশে এসেছেন।

জাতীয় ঐক্য ঘোষণার লক্ষ্যে আজ শনিবার দুপুরের পর ঢাকা মহানগর নাট্যমঞ্চে শুরু হয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ।

ড. কামাল বলেন,  ‘আজ বাংলাদেশের সব জনগণের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা। দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ আজ সুশাসন দেখতে চায়। কার্যকর গণতন্ত্র চায়।’

দেশে হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে অভিযোগ করে ড. কামাল বলেন, ‘এই দুর্নীতি বন্ধ হলে দেশের জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে। বেকার সমস্যা সমাধান হবে।’

জাতীয় ঐক্যের গুরুত্বের কথা তুলে ধরে এই প্রবীণ রাজনীতিক ও আইনজ্ঞ বলেন, ‘জনগণ সব ক্ষমতার মালিক। জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে, জনগণের ক্ষমতা নিশ্চিত হবে। দেশের মানুষ আজ তাদের অধিকার থেকে বঞ্চিত। মত প্রকাশের স্বাধীনতা, ভোট প্রাদানের সু্যোগের জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। এ জন্য জাতীয় ঐক্যের সুস্পষ্ট ঘোষণা দেয়ার জন্য এখানে এসেছি।’

সমাবেশে বিএন‌পির চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তি চাইলেন মাহমুদুর রহমা‌ন মান্না। তি‌নি ব‌লেন, খা‌লেদা জিয়াসহ সব রাজ‌নৈ‌তিক নেতাকর্মী‌দের মু‌ক্তি দি‌তে হ‌বে।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, ব্যারিস্টার মঈনুল হোসেন, আন্দালিব রহমান পার্থ, নূর হোসেন কাসেমি প্রমুখ উপস্থিত আছেন।

bhorersanglap