শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যালিফোর্নিয়ায় বৃদ্ধাশ্রমে বন্দুকধারীর হামলা, নিহত ৪

ভোরের সংলাপ ডট কম :
মার্চ ১০, ২০১৮
news-image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বৃদ্ধাশ্রমে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে হামলকারীসহ চার ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টির ইয়ন্টভিল ভেটেরান হোমে প্রতিষ্ঠানটির কর্মীদের একটি বিদায় অনুষ্ঠান চলছিল। এক পর্যায়ে ওই বন্দুকধারী সেখানে প্রবেশ করে। স্থানীয় শেরিফের সহকারীর সঙ্গে গুলি বিনিময়ের পর সে অনুষ্ঠানস্থলে থাকা বেশ কয়েকজনকে জিম্মি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো ভবন ঘিরে ফেলে পুলিশ। দফায় দফায় চলে গুলি বিনিময়। পুলিশের তৎপরতায় অনেক জিম্মিকে উদ্ধার করা হয়। পুলিশি অভিযানের এক পর্যায়ে বন্দুকের নলের মুখে বৃদ্ধাশ্রমের তিন কর্মীকে একটি কক্ষে নিয়ে যায় বন্দুকধারী। সন্ধ্যায় পুলিশ ভেতরে গিয়ে তিন কর্মী ও হামলাকারীর মরদেহ দেখতে পায়।

এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের সহকারী প্রধান ক্রিস চাইল্ডস। তিনি বলেন, স্থানীয় সময় সন্ধ্যায় ৬টার কিছু আগে বৃদ্ধাশ্রমের ভেতরের একটি কক্ষে চারজনের মরদেহ পাওয়া যায়। এটি একটি বিয়োগান্তক ঘটনা। আমরা সত্যিই আশাবাদী ছিলাম লোকজনকে বের করে আনার আগে আমরা সেখান থেকে সরবো না। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

bhorersanglap