বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইতালির চলচ্চিত্র প্রতিযোগিতায় রোহিঙ্গাদের নিয়ে প্রামাণ্যচিত্র

ভোরের সংলাপ ডট কম :
অক্টোবর ২২, ২০১৭
news-image

ইতালির নেপলস মানবাধিকার চলচ্চিত্র উৎসবে ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ নামে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে নির্মত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ন্যাপোলিতে আগামী ৬ থেকে ১১ নভেম্বর এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।

মেলায় মানবাধিকার বিষয়ক এই প্রামাণ্যচিত্রটি প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।

ইংরেজিতে নির্মিত প্রামাণ্যচিত্রটির পরিচালক, জসিম আহমেদ। ৪ মিনিট ১৩ সেকেন্ড ব্যাপ্তির এই প্রামাণ্যচিত্রটির ভিডিও মোবাইলে ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ তে একটি শরণার্থী দলের বাংলাদেশে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে কাহিনী শুরু হয়। শেষে দেখা যাবে শরণার্থীদের আরেকটি দল আশ্রয়ের জন্য আসছে ।

এর আগে ১৯৭১ সালের প্রেক্ষাপটে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দাগ’ বানিয়েছেন জসিম আহমেদ। এটি ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে অংশ নেয়।

bhorersanglap