মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংযোগ রাস্তা না থাকায় কাজে আসছে না উল্লাপাড়ার মরাবিল সেতু, জনসাধারনের চলাচলে ভোগান্তি

ভোরের সংলাপ ডট কম :
আগস্ট ২৭, ২০১৭
news-image

আল ইমরান মনু- সিরাজগঞ্জঃ উল্লাপাড়া উপজেলার বংকিরাট-কৈবর্তগাঁতী আঞ্চলিক সড়কে কৈবর্তগাঁতী গ্রামের পাশে মরা বিলখালের ওপর নির্মিত সড়কসেতুর একপাশে সংযোগ রাস্তায় মাটি না থাকায় সেতুটি স্থানীয় লোকজনের চলাচলে কোনো কাজে আসছে না।প্রায় দুই বছর আগে বন্যার পানির তোড়ে সেতুর পাশের এ মাটি ধুয়ে গেলেও এটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেতুটিপারাপারে এলাকাবাসীর ভোগান্তি হচ্ছে প্রতিনিয়ত।

স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ, মনিরুজ্জামান, আবু সামা ও শহিদুল ইসলাম অভিযোগ করেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিরপরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বছর পাঁচেক আগে ওই খালের ওপর এ সেতুটি নির্মাণ করে। নির্মাণকালীন সেতুরদু’পাশে সংযোগ রাস্তা নির্মাণ করা হয়; কিন্তু ২০১৫ সালের বন্যায় সেতুর এক পাশের সংযোগ অংশ ধসে যায়। এরপর থেকে স্থানীয়লোকজন সিমেন্টের ভাঙা স্লাব সংগ্রহ করে একটির ওপর আরেকটি রেখে ঝুঁকি নিয়ে এ সেতুটি পার হয়ে আসছেন। এলাকার ছয়টিগ্রামের বাসিন্দা ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এ সেতু দিয়ে চলাচল করে থাকেন। বিষয়টি স্থানীয়লাহিড়ীমোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের বার বার অবহিত করা হলেও তা আমলে নেয়নি তারা। ফলে এ রাস্তায়চলাচল করতে স্থানীয় জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

এ ব্যাপারে লাহিড়ীমোহনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ মাহমুদ মিঠুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসেতুতে জনগণের দুর্ভোগের কথা স্বীকার করে জানান, সেতুটি চলনবিল অধ্যুষিত এলাকায় অবস্থিত। প্রতি বছর বন্যা হয়ে থাকে।ফলে প্রচণ্ড ঢেউ ও পানির তোড়ে এলাকার বেশিরভাগ সেতুর সংযোগ সড়ক ধসে যায়। ইউনিয়ন পরিষদ থেকে ফের সেগুলো মেরামতকরতে হয়। এ সেতুর পাশে স্থায়ী পাইলিং না দিয়ে মাটি ভরাট করলে বন্যায় তা আবারও ধসে যাবে। ফলে এখানে পাইলিং করে মাটিভরাটের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু ইউনিয়ন পরিষদে এলজিএসপি থেকে সড়ক যোগাযোগ খাতে গত এক বছরে কোনো বরাদ্দ নাপাওয়ায় পরিষদ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না। অর্থের সংস্থান হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলামজানান, তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

bhorersanglap