শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলে ব্যাপক নদী ভাঙ্গন গৃহহীন শত শত পরিবার

ভোরের সংলাপ ডট কম :
আগস্ট ১৯, ২০১৭
news-image

আল ইমরান মনু- সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মানচিত্র নদী ভাঙ্গনের ফলে কমে যাচ্ছে দিন দিন, গৃহহীন হচ্ছেন অনেক পরিবার । বর্ষা মৌসুম আসলেই যেন গলা শুকিয়ে যায় চৌহালীবাসির (বিশেষ করে চরাঞ্চলের বসবাসকারীদের)। চৌহালী উপজেলার মুল ভূখন্ডের চেয়ে চরে বসবাসকারী জনগোষ্ঠির সংখ্যা বেশী কারন নদী গর্ভে বিলীন হতে হতে চৌহালীর মুল ভূখন্ড প্রায় শেষ যা আছে তার উপর বাড়ী করা বেশিরভাগ মানুষের পক্ষেই অসম্ভব জমির দাম বেশী হওয়ার কারনে, তাই বাধ্য হয়ে অনেক পরিবারকেই বাড়ী করার জন্য বেছে নেয়া হয় চরকে ।আর তিন থেকে পাঁচ বসরের মধ্যেই বিলীন হয়ে যায় আবারও।এভাবেই নদীর সাথে যুদ্ধ বাচঁতে হচ্ছে বিশাল এই জনগোষ্ঠিকে।নদীতে বাড়ী বিলীন হওয়া একজন “শমসের আলী” তিনি বলেন- সরকার কি আমাগরে মহে চাইবো না? আমরাউতো মানুষ এতো কষ্ট আর সইয্য অয় না । স্থানীয় এক সাংবাদিক বলেন- সরকার যদি আমাদের এলাকা বাধের আওতায় এনে প্রতি বিঘা জমির উপর ১০-২০ হাজার টাকা ধরে বাধের খরচ হিসেবে আমরা তা দিতেও রাজি আছি।তবুও নদী ভাঙ্গনের হাত থেকে বাচঁতে চাই।

bhorersanglap