শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে যুবকের পায়ুপথে ৮০ লাখ টাকার স্বর্ণ

ভোরের সংলাপ ডট কম :
আগস্ট ১৩, ২০১৭
news-image

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যুবকের পায়ুপথ (রেক্টাম) থেকে ১৪টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ রোববার সকালে রেক্টাম থেকে বিশেষ কায়দায় এ স্বর্ণবার বের করে আনা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই যুবকের নাম আবুল মনসুর ( ৪২)। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এলাবায়।

ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করে।

পরে তল্লাশি করে তার রেক্টাম থেকে প্রতিটি ১০ তোলা ওজনের ১৪টি স্বর্ণবার বের করে আনে। যার ওজন ১ কেজি ৬২৪ গ্রাম ও মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

bhorersanglap

আরও পড়তে পারেন