শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজের ২২ ঘন্টা পর কৃষকের লাশ উদ্বার।

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ২৬, ২০১৭
news-image

মিঠু মিয় ধর্মপাশা ( সুনামগঞ্জ)প্রতিনিধি:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাইলানী নামক হাওরে নৌকা
ডুবিতে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘন্টা পর আজ মঙ্গলবার বিকেলে আব্দুল কাদির (৪৮) নামে এক কৃষকের
ভাসমান লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল ১১টার দিকে কৃষক আব্দুল কাদির গো-
খাদ্যের জন্য কচুরিপোনা আনতে একটি ছোট নৌকা নিয়ে বাড়ির পিছনের খাইলানি হাওরে গিয়ে অকস্মিক
ঝড়ো হাওয়ার কবলে পরে নৌকা ডুবে নিখোঁজ হন। নিহত আব্দুল কাদির পার্শ্ববর্তী নেত্রকোনার বারহাট্টা
উপজেলা সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।এলাকাবাসী জানান, নিহত কৃষক
আব্দুল কাদির দীর্ঘ প্রায় ১১ বছর যাবৎ ধর্মপাশা উপজেলার মহদিপুর গ্রামে শ্বশুর বাড়িতে তিনি স্ত্রী-
সন্তানসহ স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে বাড়ির পেছনের
কাইলানী নামক হাওরে তিনি তার একটি ছোট নৌকা নিয়ে গো-খাদ্যের জন্য কচুরি পোনা আনতে গিয়ে
আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে পরে তার নৌকাটি ডুবে গিয়ে তিনি নিখোঁজ হন। এলাকাবাসী অনেক
খোঁজাখুঁজির পর প্রায় ২২ ঘন্টা পর আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলের অদূরে হাওরের
পানি থেকে ভাসমান অবস্থায় তার মৃত দেহ উদ্ধার করে।

bhorersanglap