শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বাংলাদেশের চলচ্চিত্র একদিন বিশ্বজয় করবে’

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ২৪, ২০১৭
news-image

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা বলেছেন, চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে বড় গণমাধ্যম। এই চলচ্চিত্র কখনও মুখ থুবড়ে ও স্থবির হয়ে পড়ে থাকবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশের চলচ্চিত্র একদিন বিশ্বজয় করবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫-তে আজীবন সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন শাবানা। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। চলচ্চিত্র শিল্পীদের সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানান শাবানা। পুরস্কার গ্রহণ শেষে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শাবানা বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ চিন্তাধারায় চলচ্চিত্রের সংকট নিরসন হবেই, এ বিশ্বাস আমার আছে।

এরপর প্রধানমন্ত্রীকে মমতাময়ী ও তার দীর্ঘায়ু কামনা করেন শাবানা।

এবার জাতীয় চলচ্চিত্র শিল্পে ২৫টি ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্য ৩১ জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে আজীবন সম্মাননা দেয়া হয় চিত্রনায়িকা শাবানা ও সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানকে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

bhorersanglap

আরও পড়তে পারেন