শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার বিক্ষোভ করবে ঢাবি অধিভুক্ত সাত কলেজশিক্ষার্থীরা

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ২১, ২০১৭
news-image

ডেস্ক রিপোর্ট: পরীক্ষার রুটিন প্রদানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে কলেজগুলোর শিক্ষার্থীরা।

শনিবার (২২ জুলাই) সকালে নিজ নিজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হবে। এছাড়া বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবেন তারা।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) শাহবাগে অবস্থান করতে গেলে পুলিশ বাধা দেয়। এতে প্রায় ৩০ জন ছাত্র আহত হয়। তাদের মধ্যে তিনজন গুরুতর। পুলিশের টিয়ারশেলে সরকারি তিতুমীর কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের দৃষ্টি ফিরে না পাওয়ার সংশয় রয়েছে।

সংবাদ সম্মেলন থেকে ঢাবি প্রশাসন বরাবর ছয়দফা দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলো হলো- ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার বিচার করা, পুলিশি হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা, অবিলম্বে রুটিন প্রকাশ করা, অধিভুক্ত কলেজগুলোর ক্লাস নিশ্চিত করা, কলেজগুলোর লাইব্রেরি সেমিনারে পর্যাপ্ত নতুন সংস্করণের বই নিশ্চিত করা ও সাত কলেজের জন্য পৃথক ওয়েবসাইট তৈরি করা।

bhorersanglap

আরও পড়তে পারেন