শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের দাবি

ভোরের সংলাপ ডট কম :
জুলাই ২১, ২০১৭
news-image

পরীক্ষা ফি’র দাবি মেনে নেওয়া, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার ও গুরুতর আহত এক শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করার  দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ জুলাই) বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি সংবলিত লিখিত বক্তব্য পাঠ করেন সরকারি তিতুমীর কলেজের অ্যাকাউন্টিং বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ।

পাঁচটি দাবিগুলো হলো-ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার বিচার ও আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন,অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার,অবিলম্বে পরীক্ষার রুটিন প্রকাশ,অধিভুক্ত কলেজগুলোর ক্লাসরুম ও শিক্ষক সংকট নিরসন,কলেজগুলোর লাইব্রেরিতে নতুন সংস্করণের পর্যাপ্ত বই নিশ্চিতকরণ এবং কলেজগুলোর জন্য পৃথক ওয়েবসাইট চালু করা।

দাবি আদায়ে আগামীকাল শনিবার (২২ জুলাই) অধিভুক্ত কলেজগুলোতে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ এবং বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়৷

সংবাদ সম্মেলনে বিভিন্ন কলেজের প্রতিনিধিরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরীক্ষার তারিখ ঘোষণা করলেও পূর্ণাঙ্গ রুটিন এখনও প্রকাশ করেননি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকাকালীন শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সকল প্রয়োজনীয় তথ্য পেতো। এখন কোথাও তথ্য পাওয়া যাচ্ছে না। তথ্যপ্রযুক্তির যুগে আমরা তথ্যবিভ্রান্তিতে থাকতে চাই না।’

আন্দোলনে পুলিশি হামলায় আহত সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তারা বলেন,‘সিদ্দিকুর রহমানকে এখনও কোনও দায়িত্বশীল ব্যক্তি দেখতে পর্যন্ত যাননি।তার চিকিৎসা ও ভবিষ্যৎ জীবনের দায়ভার রাষ্ট্রকে নিতে হবে।’

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা প্রশ্ন রাখেন, নিজের শিক্ষার অধিকারের দাবির পক্ষে কথা বলা কিভাবে রাষ্ট্রদ্রোহিতা হয়?

সংবাদ সম্মেলনে অধিভুক্ত সাত কলেজের সাত জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা হলেন,ঢাকা কলেজ থেকে মো. শাহিন হোসেন,সরকারি তিতুমীর কলেজ থেকে রিয়াজ মাহমুদ,ইডেন মহিলা কলেজ থেকে হাজেরা খাতুন কেয়া, বাংলা কলেজ থেকে সৈকত আমীন,কবি নজরুল সরকারি কলেজ থেকে মো. আসাদুজ্জামান নূর এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে রাকিব উদ্দিন। এছাড়া,বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

bhorersanglap

আরও পড়তে পারেন