বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদে কোনও নাশকতার আশঙ্কা করছি না: সাঈদ খোকন

ভোরের সংলাপ ডট কম :
জুন ২৪, ২০১৭
news-image

)ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মো. সাঈদ খোকন বলেছেন, ‘আমরা এই ঈদে কোনও নাশকতার আশঙ্কা করছি না। সবাই একত্রিতভাবে পরিবার পরিজন নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবো। মাঠে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার বৈরি আবহওয়ার কারণে বর্জপাত প্রতিরোধক স্থাপন করা হয়েছে। সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যদি আবহাওয়ার কারণে কোনও সমস্যা হয় তাহলে এই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।’

শনিবার (২৪ জুন) বেলা ১২টার দিকে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মেয়র জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেসন এলাকায় ২৩০টি স্থানের ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

মেয়র আরও জানান, এবার জাতীয় ঈদগাহ মাঠে ৮৪ হাজার পুরুষ ও ৫ হাজার নারী একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। প্রায় এক লাখ মুসল্লি যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারেন সেজন্য অজু, সুপেয় পানির ব্যবস্থা ও মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

এসময় মেয়রের সঙ্গে ছিলেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ট্রিবিউন

bhorersanglap

আরও পড়তে পারেন