বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইস্যু তৈরিতেই ফখরুলের ওপর হামলা, প্রশ্ন হাছান মাহমুদের

ভোরের সংলাপ ডট কম :
জুন ২৪, ২০১৭
news-image

রাজনৈতিক ইস্যু তৈরি জন্যই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনাটি ঘটানো হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। রাঙামাটি যাওয়ার পথে বিএনপির রুট পরিবর্তনের প্রসঙ্গ টেনে দলটির মুখপাত্র বলেন, ‘বিএনপির হাতে এখন কোনও রাজনৈতিক ইস্যু নেই। তাই ইস্যু তৈরির জন্যই হামলার নাটক সাজানো হয়েছে কিনা, সেই প্রশ্নই উঠছে।’
শনিবার (২৪ জুন) দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। রাঙামাটির দুর্গত এলাকায় যাওয়ার সময় বিএনপির সঙ্গে ত্রাণের কোনও গাড়ি ছিল না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ঘটনাটিকে নিয়ে নোংরা রাজনীতি করছে।

রজমানের সময় ইফতারকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন ও দলটির সিনিয়র নেতারা মিথ্যাচারে মেথে উঠেছেন বলেও অভিযোগ করেন ড. হাছান। তিনি বলেন, ‘ইফতারকে সামনে রেখে বিএনপি নেত্রী প্রায় প্রতিদিনই সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করছে। নেত্রীর সঙ্গে সঙ্গে দলটির নেতারাও মিথ্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছেন।’
তবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনাকে দুঃখনজক ও নিন্দনীয় বলে অভিহিত করেন ড. হাছান মাহমুদ।
উৎসঃ বাংলাট্রিবিউন

bhorersanglap

আরও পড়তে পারেন