শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত কোচের চাকরির জন্য তার নামটাই যথেষ্ট!

ভোরের সংলাপ ডট কম :
জুন ১৭, ২০১৭
news-image

কথাটা ঠিক এভাবে বলেননি বীরেন্দর শেবাগ। কিন্তু যেভাবে বলেছেন তার সরল অর্থ কিন্তু এটাই দাঁড়ায়। ভারতীয় ক্রিকেট বোর্ডে তার দুই লাইনের সিভি পাঠানো নিয়ে ব্যাপক হৈ চৈ এর রেশ মিলিয়ে যায়নি এখনো। ওটাকে স্রেফ বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন ভারতের সাবেক বিস্ফোরক ওপেনিং ব্যাটসম্যান। সেই সাথে জানিয়ে দিয়েছেন, তেমনটা করে থাকলেও সমস্যার কি ছিল? তিনি শেবাগ। ভারত দলের প্রধান কোচের চাকরির জন্য দুই লাইনের সিভিতে তার নামটাই তো যথেষ্ট!

ঘটনা গেলো মাসের শেষের দিকের। ভারতীয় বোর্ড তখন প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। ৩১ মে আবদনের শেষ তারিখ। এর মধ্যে ভারতীয় মিডিয়ায় খবর, শেবাগ আবেদন করেছেন। কিন্তু সেটি নাকি খুব ব্যতিক্রমী। ভারতীয় মিডিয়া জানায়, দুই লাইনের সিভিতে শেবাগ লিখেছেন, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ ও মেন্টর। এই দলের (ভারতের) খেলোয়াড়দের সাথে আগে খেলেছি।’
সবাই ভাবলো, টুইটারে খুব সক্রিয় শেবাগ এখানেও বুঝি শব্দের হিসেব রেখে লিখেছেন! তারপর খবর হলো, বোর্ড প্রশাসকরা শেবাগকে পুরো সিভি দিয়ে আবেদন করতে বলেছেন। এতোদিন ওই দুই লাইনের সিভি সংক্রান্ত খবরের সত্য মিথ্যা জানা সম্ভব হয়নি। এখন শেবাগ মুখ খুললে বোঝা গেলো পুরোটাই মিডিয়ার মনগড়া গল্প!
এখন শেবাগ জানাচ্ছেন, পুরো সিভি পাঠিয়েই আবেদন করেছেন তিনি ভারতের কোচের পদের জন্য। তা বোর্ডের বিজ্ঞপ্তির শর্ত পূরণ করেই। কিন্তু তা না করলেও বা কি হতো? কোনো ফারাক হতো না! শেবাগের তাই মনে হয় বলেই বলে দিলেন, ‘মিডিয়ার কাছ থেকে ওই দুই লাইনের সিভিটা পেলে ভালো লাগতো। দুই লাইনের সিভি পাঠালে আমার নামটাই তো যথেষ্ট ছিল।’

bhorersanglap

আরও পড়তে পারেন