শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তথ্য ও প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাকড

ভোরের সংলাপ ডট কম :
জুন ১৭, ২০১৭
news-image

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। পরিবর্তন ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের। শনিবার দুপুর আড়াটার দিকে তথ্য ও প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাক করা হয় জানিয়ে তিনি বলেন, হ্যাকারদের হাত থেকে ওয়েবসাইট উদ্ধারে বিশেষজ্ঞ টিম কাজ শুরু করে দিয়েছে।
মন্ত্রণালয়ের (http://www.ictd.gov.bd) দেখা যায় ‘হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস’ লেখা আসে।
হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা ভারতীয় এবং গ্রুপের নাম লুলজসেক ইন্ডিয়া। এছাড়া দাবি করা হয়েছে সেটি রাহু নামের একজনের দখলে রয়েছে।  পরিবর্তন

bhorersanglap