বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগাম টিকিট: নারীদের ক্ষোভের মুখে বাড়ল কাউন্টার

ভোরের সংলাপ ডট কম :
জুন ১৭, ২০১৭
news-image

ঈদের আগাম টিকিট বিক্রির জন্য কমলাপুরে ২৩টি কাউন্টারের মধ্যে নারীদের জন্য রয়েছে কেবল একটি। এ কারণে সেই কাউন্টারে দুর্ভোগের শেষ নেই। আর নারী যাত্রীদের অভিযোগের পর একটি কাউন্টার বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ।

নারীদের জন্য একটি মাত্র কাউন্টার হওয়ায় এর সামনের ফাঁকা জায়গায় লাইন আর ধরছিল না। এক পর্যায়ে কয়েকজন টিকিট প্রত্যাশী স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তীর কাছে এসে অভিযোগ করেন এবং নারীদের জন্য লাইন আরও বাড়িয়ে দেওয়ার দাবি করেন। আর স্টেশন ম্যানেজার তাৎক্ষণিক সিদ্ধান্তে একটি কাউন্টার বাড়িয়ে দেন।

 

মনি নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘পুরুষদের জন্য ২২টি কাউন্টার, নারীদের জন্য মাত্র একটি। টিকিট নিতে নারীদের অনেক কষ্ট করতে হচ্ছে। আমাদের পুরুষের সাথে গাদাগাদি করে টিকিট নিতে হচ্ছে, তাহলে নারী পুরুষ আলাদা করার দরকার ছিল না, এক সঙ্গে সকলেই টিকিট নেই।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রথমা বলেন, নারীদের জন্য একটি মাত্র কাউন্টার, সেই কাউন্টারে লাইন হয়েছে পাঁচটি। এখানে শৃঙ্খলার অভাব রয়েছে।’

 

বিষয়টি নিয়ে জানতে চাইলে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী ঢাকাটাইমসকে বলেন, ‘যারা টিকিট নিতে আসেন তাদের বেশিরভাগই পুরুষ, আর নারীর সংখ্যা কম থাকায় তাদের জন্য একটি কাউন্টার। তৃতীয় দিনে টিকিট প্রত্যাশীদের ভিড় অনেক বেশি, নারীদের সংখাও কিছুটা বেশি। নারীদের সুবিধার্থে তাদের জন্য আরও একটি কা্উন্টার বাড়িয়ে দেওয়া হলো।’

 

সিতাংশু বলেন, ৩১টি আন্তঃনগর ট্রেনের টিকিট সংখ্যা প্রথমদিন ছিল ২২ হাজার একশ ২২টি। দ্বিতীয় দিন স্পেশাল ট্রেন ২টি যোগ হওয়ায় তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১০০টি এবং তৃতীয় দিনে আরও একটি স্পেশাল ট্রেন যোগ হওয়ায় তা দাড়িয়েছে প্রায় সাড়ে ২৪ হাজারে।

bhorersanglap