শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তানোরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান

ভোরের সংলাপ ডট কম :
জুন ১২, ২০১৭
news-image

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে প্রধান জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। নারী ও শিশুসহ আরও নয়জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১১ জুন রোববার দিবাগত রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের ওই বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। আজ ১২ জুন সোমবার সকাল সোয়া নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

আটক সন্দেহভাজন তিন জঙ্গি হলেন, ইসরাফিল, তার ভাই ইব্রাহিম ও ভগ্নিপতি রবিউল ইসলাম। তাদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছর।

পুলিশের ভাষ্য, ঘিরে রাখা বাড়িটি থেকে দুটি সুইসাইডাল ভেস্ট, একটি ৭.৬২ মডেলের এমএম বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, রোববার গভীর রাতে ওই গ্রামের রমজান আলীর বাড়িতে তাদের অভিযান শুরু হয়। বাড়িটি এখনো ঘিরে রাখা হয়েছে এবং সেখানে শক্তিশালী বোমা রয়েছে বলে পুলিশের ধারণা।
সূত্র: জাগোনিউজ

bhorersanglap

আরও পড়তে পারেন