বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ বা ২৭ জুন ঈদ

ভোরের সংলাপ ডট কম :
জুন ১১, ২০১৭
news-image

ডেস্ক রিপোর্ট: সাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ অথবা ২৭ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ওই দিন আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।

ব্যত্যয় ঘটলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আজ (রোববার) ধর্ম মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে ঈদের প্রস্তুতি বিষয়ক এক বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহ মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীসমূহ প্রস্তুত থাকবে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন।

তিনি জানান, মুসলিম দেশের কূটনীতিকদের ঈদের জামাতে উপস্থিত থাকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।

ঈদুল ফিতরের জামাতের বিজ্ঞপ্তি সবার অবগতির জন্য বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে।

হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হবেও বলে জানান ধর্মমন্ত্রী।
সূত্র: জাগো নিউজ

bhorersanglap