শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় গোলাগুলির পর সাত ‘ডাকাত’ আটক

ভোরের সংলাপ ডট কম :
জুন ১১, ২০১৭
news-image

ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় মুরাদনগরে ‘ডাকাতির প্রস্তুতির সময়’ পুলিশের সঙ্গে গোলাগুলির পর সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়েছে।

মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের ছালিয়াকান্দি ইউনিয়নে বোরার চর এলাকায় শনিবার রাত দেড়টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান ।

তিনি বলেন, গভীর রাতে বোরার চর সেতুর কাছে ‘একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি’ নিচ্ছিল।

“গোপনে খবর পেয়ে পুলিশের একটি টহলদল সেখানে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে পাঁচজন গুলিবিদ্ধ হয়।”

পরে পুলিশ গুলিবিদ্ধ পাঁচজনসহ সাতজনকে আটক করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করে বলে জানান তিনি।

ওসি বলেন, আটকদের কাছ থেকে দুটি এলজি বন্ধুক, গুলি, চায়নিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গোলাগুলির সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে বদিউজ্জামান জানান।

এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: বিডিনিউজ

bhorersanglap

আরও পড়তে পারেন