শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতীয় সিনেমায় পঞ্চমুখ পুতিন-জিংপিং

ভোরের সংলাপ ডট কম :
জুন ১০, ২০১৭

ডেস্ক রিপোর্ট: কাজাখস্তানে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে বলিউড প্রাক্তন ও বর্তমান সুপারস্টারের জয় জয়কার! চীনা প্রেসিডেন্ট জিংপিং থেকে রুশ প্রেসিডেন্ট পুতিন অংশগ্রহণকারী সব দেশের রাষ্ট্র নেতাদের মুখে দুটি নাম- রাজ কাপুর ও আমির খান৷
জানা গেছে, দু’দিনব্যাপী এ সামিটের শেষ দিনের লাঞ্চের সময় প্যালেস অফ ইনডিপেনডেন্স হলে দেখানো হয়েছিল সুপারস্টার রাজ কাপুর অভিনীত ‘আওয়ারা হু’ ও ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গান দুটি৷ করতালিতে ফেটে পরে সমস্ত হল৷ প্রশংসায় পঞ্চমুখ হলে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা৷

একই ছবি দেখা যায়, বলিউডের মিস্টার পারফেক্টসনিস্ট আমির খানের বেলাতেও৷ গত মাসে চীনে মুক্তি পেয়েছিল আমির অভিনীত ‘দঙ্গল’৷ ভারতের বাজারে একচ্ছত্র রাজত্ব করার পরে চীনা বাজারেও প্রায় দু’হাজার কোটির ব্যবসা হাঁকিয়েছে এ ছবি৷ যা সর্বকালীন রেকর্ড৷ পেছনে ফেলে দিয়েছে তাবড় তাবড় চীনা সিনেমাকেও৷ চীনের বাজারে আদতে দঙ্গলের প্রভাব কতটা তার প্রমাণ মিলল এসসিও-তে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এসে দঙ্গলের প্রশংসা করে গেলেন চীনা প্রেসিডেন্ট জিংপিং৷ সিনেমাটা যে তার অত্যন্ত পছন্দের তাও জানিয়ে গেলেন তিনি৷

কলকাতা২৪ পত্রিকা সূত্রে জানা যায়, সাংহাই কোঅপারেশনের এবারের শীর্ষ সম্মেলন বসছে কাজাখস্তানের রাজধানীতে৷ চীন ছাড়া এ সামিটে রয়েছে ভারত, পাকিস্তান এবং সেই সঙ্গে রাশিয়াসহ মধ্য এশিয়ার কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান৷ শুক্রবার আস্তানা এক্সপো-র উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী৷ এ বছর এই বিশ্বমেলার থিম হয়েছে ‘ফিউচার এনার্জি’৷
সূত্র: পরিবর্তন

bhorersanglap

আরও পড়তে পারেন