শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিপিএলে ব্যাটিংয়ে সেরা লিটন, বোলিংয়ে রনি

ভোরের সংলাপ ডট কম :
জুন ৭, ২০১৭
news-image

ডেস্ক রিপোর্ট: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরের শিরোপা জিতে নিয়েছে নাসির হোসেনের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ডিপিএলে এটি তাদের প্রথম শিরোপা। এবারের আসরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আবাহনী লিমিটেডের হয়ে খেলা লিটন দাস।

এবারের আসরে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি। ১৪টি ম্যাচ খেলে দুইটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিতে ৭৫২ রান সংগ্রহ করেছেন তিনি। ১৬ ম্যাচ খেলে ৬৬১ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা মার্শাল আইয়ুব।

অন্যদিকে, এবারের আসরে সেরা উইকেশিকারি বোলার হচ্ছেন চ্যাম্পিয়ন দল গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা পেসার আবু হায়দার রনি। ১৬টি ম্যাচ খেলে ৩৫টি উইকেট শিকার করেছেন তিনি। ১৫ ম্যাচ খেলে ৩৪টি উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে আছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা আরাফাত সানি।

প্রিমিয়ার লিগের সেরা পাঁচ ব্যাটসম্যান

১.লিটন দাস (আবাহনী লিমিটেড)-৭৫২ রান

২.মার্শাল আইয়ুব (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)-৬৬১ রান

৩.ইমতিয়াজ হোসেন (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)-৬৪১ রান

৪.মেহেদী মারুফ (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব)-৬৩০ রান

৫.শাহরিয়ার নাফিস (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)-৬০০ রান

প্রিমিয়ার লিগের সেরা পাঁচ বোলার

১.আবু হায়দার রনি (গাজী গ্রুপ ক্রিকেটার্স)-৩৫টি উইকেট

২.আরাফাত সানি (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)-৩৪টি উইকেট

৩.আল-আমিন হোসেন (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব)-২৯টি উইকেট

৪.তাইজুল ইসলাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব)-২৯টি উইকেট

৫.মনন শর্মা (আবাহনী লিমিটেড)-২৭টি উইকেট
সূত্র: ঢাকা টাইমস

bhorersanglap