শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভ্রমণ : নীল ফুলের সাগরে…

ভোরের সংলাপ ডট কম :
মে ২২, ২০১৭
news-image

যারা বিশ্ব ভ্রমণ করেন তারা জাপান সম্পর্কে জানেন। এখানে অপূর্ব সব দৃশ্যাবলি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেখানে রয়েছে নীল ব্রহ্মাণ্ড, নীল ফুলের এক বিস্তৃত দুনিয়া! ওখানে একবার যেতে পারলে আপনি স্রেফ বোবা বনে যাবেন! প্রকৃতি এত সুন্দর হতে পারে!

ইবারাকির হিটাচি সি-সাইড পার্কে বছরজুড়েই বিভিন্ন ফুল ফুটতে থাকে। কিন্তু রৌদ্রজ্জ্বল বসন্তে যদি যেতে পারেন, তো নীল ফুলের সাগর চোখে পড়বে। এখানে ফোটে প্রায় ৪৫ লাখ ছোট ছোট নীল ফুল। এক মনোমুগ্ধকর দৃশ্য। যেন কোনো রূপকথার রাজ্য।

টকিয়োর উয়েনো স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনে চেপে দেড় ঘণ্টার পথে যেতে পারবেন কাতসুতা স্টেশনে। এখান থেকে বাসে চড়লে মাত্র ২০ মিনিটের পথ আপনাকে পৌঁছে দেবে সেই নীল সাগরে। ফুটে থাকা ফুলের রাজ্যের অবারিত সৌন্দর্য তার চূড়ায় থাকে বছরের এ সময়টাতে। তবে আবহাওয়ার ওপর নির্ভর করে এদিক-সেদিক হয়।

এ পার্কের কয়েকটি ছবি দেখুন। এই ছবিগুলোতেই হারিয়ে যাবেন। সত্যিকার অর্থেই নীল ফুলের এর সাগর এটি।

 

bhorersanglap

আরও পড়তে পারেন