শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহাসড়কের ফ্লাইওভার ভাসমান হকারদের দখলে

ভোরের সংলাপ ডট কম :
মে ৩, ২০১৭

সুজন মজুমদারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ফ্লাইওভার এখন ভাসমান হকারদের দখলে । পথচারিদের পারাপারের জন্য ফ্লাইওভারটি নির্মাণ করা হলেও খুব কম সংক্যক পথচারিই এটি ব্যবহার করছে। ফলে এতে ভাসমান হকারদের অবস্থান দৃঢ় হচ্ছে। মূলত পথচারিরা এটি তেমন ব্যবহার করছে না। সময় যাতে অপচয় না হয় সেজন্য ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করছে পথচারিরা। এর ফলে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তৈরি এ ফ্লাইওভারটি তেমন কাজে আসছে না। এখন সেখানে ভাসমান হকাররা ব্যবসা করছে। ভাসমান হকাররা বলছে, আমরা যেখানে সুযোগ পাই, সেখানেই বসি। এই ফ্লাইওভার দিয়ে খুব কম সংখ্যক মানুষই চলাচল করে। আর আমাদের বিক্রিও যে বেশি হয়, তাও ঠিক না। কোনমতে চলছে জীবন। আর সরকার যদি আমাদের কোন এক জায়গায় বসার সুযোগ করে দিত তাহলে আমাদের ভাল হত।

bhorersanglap